Banner
বর্ণমালায় সাজানো ভাষা ─ তাহিয়া পাপড়ি (কবিতা)

লিখেছেনঃ তাহিয়া পাপড়ি, আপডেটঃ June 5, 2011, 4:23 AM, Hits: 18858


একঘেয়ে দিনগুলো
মাঝে মাঝে বিরক্তির বাঁশিতে
বিকৃত সুর তোলে।
আবার কখনও বৃষ্টির রিমঝিম শব্দের অর্থ খুঁজে বেড়াই
আর এভাবে খুঁজতে খুঁজতে
গড়িয়ে যায় জীবনের অনেক দুপুর,
অস্পষ্ট শিশির ভেজা সকালকে
দু’পায়ে দলে মুক্তো খুঁজি
সবুজ ঘাসের ভিতর;
কাকের পালকের মত বিবশ অন্ধকারে
খুঁজি জীবনের মানে
মদির আলোর তাপ ভালবেসে
খুঁজে বেড়াই একটি দিন।
কথা ছিল জীবনের চৌদ্দটি বসন্ত
অতিক্রম করে আবার দেখা হবে আমাদের
রামসাগরের পাড়ে
গাছের ছায়ায় অথবা সবুজ ঘাসের উপর বসে
চোখাচোখি হবে বসন্‌তের কোন এক দিনে।
সেদিন আমাদের চোখের ভাষাগুলো সাজানো হবে বর্ণমালায়,
আমাদের চোখের ভেতর লেখা থাকবে
জীবনের চৌদ্দটি বসন্ত অতিক্রম করার গল্প,
চোখে চোখে বিনিময় হবে তোমার আমার
হয়ত এমনি একটি দিনে,
গাঢ় অন্ধকার কেটে একরাশ আলো এসে
লুটাবে আমার আঙিনায়।
সেদিন জীবনের বিজয়োল্লাসে
ধ্বনি থেকে প্রতিধ্বনিত হবে
বর্ণমালায় সাজানো ভাষাগুলো
তারপর হারিয়ে যাব সবুজ ঘাসের ভিতর।

 

 

সাম্প্রতিক পোষ্টসমূহ