লিখেছেনঃ চরু হক, আপডেটঃ June 9, 2011, 5:14 AM, Hits: 18481
আরতি
সব খেলা শেষ হয়ে গেছে
এখন শুধু নিজের ভেতর
বেদনার চাষবাস করি
নিজের খেলানো আলো ছায়া নিয়ে এসে
আমাকে আরেক খেলা সাধে!
এ কেমন ব্যথাতুর আনাগোনা
কুয়াশা গলানো রাতে
কুয়াশা ছড়ানো রাতে
কুয়াশার আদিগন্ত মেখলা নিবিড় কালোরাত
জন্ম দেয় বোধের জরায়ু।
এখনো আরেক জন্ম অগোচরে কাঁপে থর থর
ছিন্ন পাখার রক্ত ফেলে রেখে যায়।
রিলিফ
জানিনা কখন আলো নিভে যাবে, নিভে যাবে জীবনের দীপ
তার আগে পূর্ণ করে নিতে হবে সুধাপাত্রখানি
আমরা সকলে তাই সারিবদ্ধ ক্লান্ত
দাঁড়িয়ে আছি উন্মনা হৃদয়ে
রিলিফ নেয়ার জন্য সুখের সংসার
আমরা সকলে আজ শরণার্থী
খালি পাত্র খা খা রৌদ্র ভাসে।
চাবি
অসমাপ্ত কবিতার মতো আমরা হাতড়াতে থাকি
আমাদের জীবনের চাবিগুলো
সুখের পায়রাগুলো দিকে দিকে উড়ে গেছে
জড়ো করা দুঃসাধ্য কঠিন।
অন্ধকার গাঢ় হয়ে আসে আরো,
ডামা ডোলে শুধুই হারায় আমাদের সোনাঝরা দিন।
এঁকে দেবো
পাখির পাখনায় স্বপ্ন এঁকে দেবো
শুধু তোমার জন্যে
তুমি কি অরণ্য ভালোবাসো?
আমি অরণ্যের গান গেঁথে নিয়েছি অন্তরে
কেমন আছো স্বপ্ননীলা
স্বপ্ননীলা আমার
রঙতুলি
ছবিটা আঁকবে না অনন্ত
এই যে আমার স্বপ্নগুলো ধার দিয়েছিলাম তোমাকে
এই যে আমার কান্নাগুলো ধার দিয়েছিলাম তোমাকে
অশ্রুগুলো বড় বেশী নিশ্চুপ আজ
আর স্বপ্নগুলো এবড়ো থেবড়ো
পড়ে আছে টেবিলের এধারে ওধারে-
স্বপ্নগুলো সাজিয়ে দেবে না?
ছবিটা শেষ করবে না, কি হলো শুনছো?
আমার যে ঘুম আসছে না
আমাকে ঘুম পাড়িয়ে দেবে না অনন্ত?