লিখেছেনঃ চরু হক, আপডেটঃ July 7, 2011, 10:05 AM, Hits: 10077
যখন জমবে মেঘ
তোমার একটি চুম্বন পেলে
আজ আমি মরতেও প্রস্তুত
চলো না হারিয়ে যাই সমুদ্রে অথবা অরণ্যে
যারা খুঁজে পাবার তারা খুঁজে পাবেই
জ্যোৎস্না ভেজা রাত আর বৃষ্টি আঁকা পথ
সমুদ্রের নোনা জল অথবা বুনো কুসুমভার।
যারা খুঁজে পাবে না তারা না হয় একটু কাঁদুক আজ-
তোমার পদ্মপায়ে এখন ফুটবে সন্ধ্যাতারা
আমাকে সন্ধ্যাতারার টিপ এঁকে দেবে না?
অপেক্ষা বুনন করে সারাটা বছর
জেগে থাকে মানুষের দল।
আমাদের স্বপ্নের ভেতর
অপেক্ষার চারাগাছ বড় হয়,
পল্লবিত হয়।
বিষণ্ন পাখিগুলো উড়ে যাবে উত্তর আকাশে
আর কিছু পড়ে থাকবে না
স্মৃতি হাতড়াবার মতোন-
তুমিও অতীত হবে আমিও অতীত
সন্ধ্যাদীপ জ্বেলে যাবে এইখানে
অন্য কোন জন।
ডাকো
সুনসান বিকেল জুড়ে
রোদদের বালুচরী কাজ
অভ্যাসবশত অশ্রু মনিমুক্তোর মতো
ঝরে পড়ে রুপোর কৌটায়
নিজেকে খুঁজতে গিয়ে অগত্যা হারাই চেনা পথ।
তুমি শুধু বাঁশিওয়ালা
কেন যে এমন করে ডাকো!