Banner
খুঁজে পাওয়া – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ May 22, 2009, 5:43 AM, Hits: 1122

এতো মেঘ ছিল কোনখানে এতোকাল

এতো যদি প্রবল বৃষ্টি এখন, কেন তবে

এতো দীর্ঘ সময় হায় নির্মেঘ ঝাঁঝাঁলো রোদে

পুড়ে গেল সবুজ খেতের মতো সোনালী সময়!

তবু তো এসেছে নদীতে বান, কী বিপুল গতিতে

এখন কী বিপুল গর্জন স্রোতের পরতে পরতে!

আহ্‌, কোথায় ছিল এমন ক্ষমতা এতোকাল

সময়ের ঝঁুটি ধরে তার পিঠে লাফ দিয়ে

এখন আমি এক উদ্ধত সওয়ার!

কোথায় ছিল আবেগ এমন হৃদয়ে লুকানো

যেন পাহাড়ে নেমেছে ঢল, স্বপ্নের ঢল!

কোথায় ছিল এতোকাল অমিত শক্তি এতো

ধারালো দৃষ্টিতে ইঙ্গিত করলেই স্বপ্নেরা এসে পড়ে

এবং ছড়ায় চোখ হতে চোখে, হৃদয়ে হৃদয়ে!

কী বিপুল স্বপ্ন আগামী পৃথিবীর, ইঙ্গিত করতেই

সব লড়াকুর মনে আনছে পুনরায়

দুর্দম ঘোড়ার পায়ের অবিরাম ছটফট, টগবগ!

কোথা থেকে এল সেই জিয়ন কাঠি

যা কিছু ছোঁয়াই জেগে ওঠে পুনরায়, যেন সব অবসাদ

শেষ হয়ে গেছে, যেন চারদিক হতে আবার

সেই দূরন্ত সুদূরের আহ্বান পাখিদের নিচ্ছে টেনে

বহু দূর ঠিকানার খোঁজে আজ সারাদিন সারা রাত।

 

জানুয়ারী, ১৯৮০

অনলাইনঃ ২২ মে, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ