লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ May 29, 2009, 5:49 AM, Hits: 1211
তখন বনভূমি রৌদ্রালোকে ্নাত
বাতাসের দোলা লেগে পাতারা নৃত্যরত
তখন চঞ্চল পাখীরাও বৃক্ষ শাখায়
লুকোচুরি খেলে, গান গায়,
চারধারে সবুজ আঘ্রাণ ভাসে
বনস্থলী বিজড়িত স্বপ্নীল মোহপাশে।
যেন চঞ্চল পাখী হয়ে তুমিও এই বনস্থলে
এসেছ নতুন প্রাণের বন্যা বয়ে দেবে বলে।
তুমি যেন পাখী অথবা সোনালী রোদ মাখা বন
কী উজ্জ্বল দুøতিময়, যেন ঝকঝকে সারাক্ষণ
একখানি তলোয়ার সময়ের হাতে,
অথবা যেন জ্যোৎ্নার রাতে
চাঁদের ঠোঁটে লেগে থাকা হাসি তুমি।
তোমার দু’চোখ যেন পৃথিবীর বনভূমি।
স্বপ্নেরা খেলা করে, গান গায়
বনের পাখীর মতো ওরা উড়ে যায়;
অথবা তোমার মনে স্বপ্নেরা নদী হয়
তখন তোমার ঠোঁটের হাসি বড় দুøতিময়।
যে পাখীটি উড়ল কেবল আকাশে
স্বপ্নও তেমনই নবীন তোমার বাহুপাশে।
স্বপ্নেরা তো স্বপ্নেরই মতো
বনস্থলী, পৃথিবী এখন তোমার পদানত।
১১ মার্চ, ১৯৮১।
অনলাইনঃ ২৯ মে, ২০০৯