Banner
তোমাকে শেষ কথা – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ June 13, 2009, 5:59 AM, Hits: 1571

যদি ফুলের কাছ হতে নিতে পারতাম সুখের আঘ্রাণ

এবং দিতে পারতাম তোমার হৃদয়ের কাছে উপহার

তবে জানি না তোমার হৃদয়ে ভোরের আলো ফুটত কি না।

অনেক লড়াই শেষ করে আমার হাতে এখনো তলোয়ার

ফুল ছিঁড়তে এখনো দ্বিধা তাই, লড়াই এখনো সম্মুখে।

লড়াইয়ের ডাক

তোমার হরিণীর মতো চোখে হয়তো সংশয় আনবে।

আসলে তোমার আমার এইটুকু পরিচয়ই ভাল

এর বেশী প্রত্যাশায় পথ ভুলে পথে পথে ঘোরার প্রয়োজন নেই।

তোমার হৃদয়ে জানি এখন আহত পাখী ডানা ঝাপটায়

আমার হৃদয়ও কি এখন এক মরুভূমি নয়

সেখানে আবেগের জল কোথায় যে তৃষ্ণা মেটাবে?

ফুল আমাকে যতোই কাঁদাক যুদ্ধই নিয়তি আমার;

কাজেই এখানেই নিই বিদায়, বহু দূর পথ আমাকে যেতে হবে।

জীবন তো এমনই, হয়তো সে ফুল হয় অথবা কাঁটাগাছ

যেমনই সে হোক যেখানে এবং যেমন,

শুধু জানি আমাকে আবার যুদ্ধে যেতে হবে।

 

৩ সেপ্টেম্বর, ১৯৮০

 

অনলাইনঃ ১৩ জুন, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ