লিখেছেনঃ নাসের মাহমুদ, আপডেটঃ January 3, 2009, 6:08 AM, Hits: 1172
বচনস্য নমস্য
এতুল বেতুল তেতুল তাও
ভাত নেই তো পোলাও খাও।
পোলাও খেয়ে আমরা বাঁচি
ধিনাক্ ধিনাক্ ধিনত্া নাচি।
মুখ রেখো না গোমড়া-কালো
ভাতের চেয়ে পোলাও ভালো।
ভাত না পেলে পোলাও খাও
ছন্ নেই তো দালান দাও।
জমা জমি
টাকার জন্যে বেড়াই ছুটে
দৌড়ে মরি ভাই
দাম অথবা দম না থাকুক
টাকা থাকা চাই।
সারা জীবন কষ্টে কাটে
রা করি না মুখে,
হাতে টাকা না জমলেও
দুঃখ জমে বুকে।
টোকাইয়ের ঘুড়ি
ইচ্ছে করে ওড়াই ঘুড়ি
মান্জা দেয়া সুতোয়
পয়সা ছাড়া হয় না ঘুড়ি
ইচ্ছে তবু গুতোয়।
মনে মনে মনের সুতো
সূর্যতে সে জোড়ে
টোকাই ছেলের সূর্যঘুড়ি
সারাটা দিন ওড়ে।
সন্ধে হলে তার সে ঘুড়ি
দূর দিগন্তে থুয়ে,
গায় জড়িয়ে চাঁদের চাদর
রাস্তাতে রয় শুয়ে।
আমারও পেট ভরা
পোলাও ভাতে
পেটভরারা শোনো-
আমারও পেট
নেই তো খালি কোনো।
ভাত খাচ্ছো
ঘি দে,
আমারও পেট ভরা;
পেট ভরা খিদে।
বাদশার কাছে খুকির চিঠি
বিষ বাতাসে বাদশা দিলো
শ্বাস নেয়া তো দায়
নিয়ে নাকে এমন বাতাস
প্রাণে বাঁচা যায়?
বাদশা তুমি বর্ণে বোকা-
তবু বলি শোনো,
মানুষ যদি নাইবা বাঁচে
বাদশাহী নেই কোনো।
মানুষ বাঁচাও, তুমিও বাঁচো
বাতাস করো ভালো,
বাতাসে বিষ আর দিও না
দিন করো না কালো।
হাসি
কান ধরে দেই টান
মাথা আসে না তো,
কত করি টানাটানি
টানি দিন, রাতও।
কান যদি আমি পাই
মাথা কার ভাগে?
কানে শুধু কানাকানি
মাথা দাও আগে।
মাথা ধরে দেই টান
হাতে আসে চুল,
টের পাই হারিয়েছি
একূল ও কূল।
অন্তর এলে তবে
সুন্দরও আসে-
অন্তরে অন্তর
শুয়ে শুয়ে হাসে।
অংক
বুকের ভিতর গোপন কষ্ট
কষ্ট চোখে মুখে,
একটি ছেলে পথের ধুলোয়
মরছে ধুকে ধুকে।
দৃশ্য দেখে আমার বুকে
কষ্ট বানায় বাড়ি;
কোটি লোকের মহানগর
দালান সারি সারি-
কেহ পোষে কুত্তা এবং
কেহ পোষে বিলাই,
আমি ভাবি অংক কঠিন
কেমন করে মিলাই।
অনলাইনঃ ৩ ডিসেম্বর, ২০০৯