লিখেছেনঃ ইকবাল মাহমুদ, আপডেটঃ May 2, 2009, 6:12 AM, Hits: 992
দাবার ছকের মতো সবুজ ধানক্ষেত
সাদা বক, নীল মাছরাঙা, জল আর জলপিপি
জলে ভিজে ভিজে পানকৌড়ির জলোৎপাত
পাখা মেলে এক ঝাঁক বালিহাঁস
রোদ আর রোদের গন্ধে ন্ধ উড়ে উড়ে
সারাদিন বাতাসের সাথে করে উল্লাস।
নভেম্বর ৩, ২০০৫
অনলাইনঃ ২ মে, ২০০৯