লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ May 18, 2009, 6:29 AM, Hits: 1169
সমুদ্র শান্ত,
নীল উপকূলে
হৃদয়ের অশান্ত ঢেউ ভেঙ্গে পড়ে বার বার।
তীব্র জ্যোতি ঢেউয়ের ফণায় ছিটকায়
যেন সহস্র হীরকোজ্জ্বল অসিমুখ
রাত্রিকে করেছে ছিন্ন এক বিস্তীর্ণ সকালে।
আমোদিত গাঙ্চিল মাথার উপরে
দুরন্ত বালকের মত খেলা করে
প্রবল বাতাসের সাথে যেন সারাক্ষণ।
শব্দময় প্রকৃতি হৃদয়ের সব অনুভূতি
প্রবল মদের মত আকণ্ঠ পান ক’ের
যেন এখন মদির পাহাড়ে মাথা রেখে
স্বপ্ন দেখে আরেক ফাল্গুন রাতের।
বেদনার স্মৃতিতে ভরে আছে হৃদয়
অনন্ত বিষাদ মাখা চরাচরে।
দীর্ঘ পথ যাপন ক্লান্তি যখন আনে
ব্যাকুল গৃহের ডাক পথিকের কানে আসে
তবু যেতে হয় বহু বহু পথ
বন্দর হতে বন্দরে চলে শুধু চলা।
কাল শেষ না হলে
ফেরা কি যায় আপনার ঘরে?
অনেকেরই হয় না
ঘরে ফেরা কোনদিন।
ঘাসের আঘ্রাণ শরীরে মেখে
পৃথিবী আসে একেবারে কাছে,
সব কাজ শেষ করে তখন তারই সাথে চলে
সব কথা আর যত লেনদেন;
কেউ হারে কেউ জেতে, এই তো নিয়তি।
শুধু সব কিছু বদলায়
পৃথিবী, প্রকৃতি, জীবন সকলই।
তবু কাল নিরবধি
এ হৃদয়ের আকুতি
রয়ে যাবে এমনই স্বপনচারিতায়।
২০ নভেম্বর, ১৯৮২
অনলাইনঃ ১৮ মে, ২০০৯