লিখেছেনঃ শামসুন নাহার, আপডেটঃ April 26, 2009, 7:28 AM, Hits: 2034
সূর্য মামা নামছে যখন পাটে,
গাঁয়ের বধূ যাচ্ছে পুকুর ঘাটে,
ঠিক তখনই পড়ে এল বেলা,
ছেলেগুলোর সাঙ্গ হলো খেলা।
ঐ দেখা যায়, নয়ত দূরে, কাছে,
শেওলা ধরা একটা পুকুর আছে।
দেখলো সেথা ঘ্যাঙর ঘ্যাঙর করে,
ব্যাঙগুলো সব ডাকছে সমস্বরে।
আয়রে সবে মজার খেলা করি,
ব্যাঙগুলোকে ঢেলা ছঁুড়ে মারি।
এই খেলাতে মরণ যাদের হলো,
বুঝল না তা দুষ্ট ছেলেগুলো।
কত ব্যাঙের ভাঙ্গল মাথার খুলি,
কত মায়ের বুক যে হলো খালি।
কত মিটিং ফিটিং হলো শেষে,
ব্যাঙ মুরব্বি বলল অবশেষে।
এমন করে অকারণে কেন মোরা মরি?
আবেদনটা না হয় মোরা তাদের কাছেই করি।
ব্যাঙ সর্দার হাত দু’টি জোড় ক’রে
বলল কাতর স্বরে,
তোমরা যদি এমন খেলা কর,
অসহায়দের এমনি করে মার,
তোমরা তবে মানুষ হলে কিসে,
খেল যদি এমন সর্বনেশে?
এমন খেলা বন্ধ কর ভাই,
যে খেলাতে লাভ তোমাদের নাই।
জীবন যদি দিতে নাহি পার,
সে জীবনকে হরণ কেন কর?
এই মারণের খেলা
বন্ধ কর তবে,
দয়াময়ের দয়া তবেই
তোমরা সবে পাবে।
অনলাইনঃ ২৬ এপ্রিল, ২০০৯