লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ May 21, 2009, 7:39 AM, Hits: 898
কী আশ্চর্য রহস্যের মাঝে প্রজাপতি কীট ঘুমায়
স্বপ্নময় উদাসী বৃক্ষের সবুজ শাখায়।
ঘুম তার শেষ হলে কুতুহলে ডানা মেলে আকাশে
দিন বয়ে যায়, মধু ঝরে বাতাসে বাতাসে
দখিন হাওয়ার দিনে, জ্যোৎ্নায় মাতোয়াল রাতে।
কতকাল আগে বাউলেরা চলে গেছে একতারা হাতে
এখন যন্ত্রের কারুকাজ সকলের গানে.
তবুও বাউল হৃদয় আজো আনাগোনা করে এইখানে।
এই পৃথিবীর মাঝে আজো ফুরায় না বেদনার কথকতা,
নক্ষত্রের রূপালী আলো ভুলাতে চায় সব বাস্তবতা।
স্বপ্নের চূড়া হতে জীবন চলেছে বয়ে
সেই কতকাল ধরে, তার বুকে এত সাধ অক্ষয় হয়ে
তবু রয়ে গেল, যেন নদীতে চর জাগে আর ডোবে,
অনন্ত সময় ধরে আকাশে আকাশে জীবন এমনই বহমান রবে।
২৩ ডিসেম্বর, ১৯৮২
অনলাইনঃ ২১ মে, ২০০৯