Banner
ঘুণপোকা – শামসুজ্জোহা মানিক (কবিতা)

লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ May 12, 2009, 7:44 AM, Hits: 909

ঘুণপোকারা এখন ব্যস্ত চারিদিকে,
তারা পরমানন্দে কুরে চলে
যা কিছু আছে কুরার মত
অস্থিতে-মজ্জায় আমাদের।
নিয়ন বাতির নীচে, পথের পীচের নীচে
ঘুণপোকারা আরামে ঘুমায়;
সোফা সেট আর গাড়ীর গদির ভিতর,
অফিসে, বাসায় সর্বত্র তারা থাকে,
অথচ চোখে দেয় না ধরা এমনই চতুর তারা।
তারা লুকানো জায়গা থেকে
অজস্র ফাঁক-ফোঁকর থেকে
অদৃশ্য ভূতের মত হানা দেয়
আমাদের অস্তিত্বের উপর।
ঘুণপোকা খায় আমাদের যা কিছু আছে
শরীরে, মনে কিংবা জীবনে
মহৎ অথবা সুন্দর কিংবা প্রবল ও মানবিক।
ঘুণপোকা এখন ব্যস্ত খুবই সেইসব আহারে,
অবিরাম তারা সবখানে সবকিছু কুরে কুরে চলে।
 
৩০ জুলাই, ২০০৪
১৫ শ্রাবণ,১৪১১
অনলাইনঃ ১২ মে, ২০০৯

সাম্প্রতিক পোষ্টসমূহ