লিখেছেনঃ শামসুজ্জোহা মানিক, আপডেটঃ December 7, 2012, 5:52 AM, Hits: 2926
যেন স্বপ্নের হাত ধরে এতকাল হেঁটে আসা
এতটা পথ।
গন্তব্যের দিশা আছে কি কোথাও?
শুধু পথ হাঁটা।
যখন এসেছে ক্লান্তি তখন কিছু বিশ্রাম
তারপর পথে নামা
তারপর হাঁটা,
যেন অন্তহীন পথের যাত্রায় এ পথ চলা।
যখন ঘুম নামে চোখে তখন স্বপ্ন আসে
যখন ভাঙ্গে ঘুম তখনও স্বপ্ন আসে পুনরায়
হাত ধরে পুনরায় টেনে নেয় পথে।
জানি না স্বপ্নের অবসান যেদিন হবে
সেদিন সম্মুখে কী যে দেখা দিবে --
ছায়া ঘনঘোর অথবা আলোকিত দিন
অপরূপ ভঙ্গিমায় উড়ে যাওয়া প্রজাপতি
নাকি গাঙ্চিল,
ফুলে ছাওয়া বনভূমি দিবে হাতছানি
নাকি জলস্রোত দিগন্তে বিলীন,
নাকি আর কিছু হবে
কে জানে সেদিন।
৩০ নভেম্বর, ২০১২